জুলাই বিপ্লব নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে মন্ত্রণালয়ের চার নির্দেশনা
৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৩ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৫২
ঢাকা: জুলাই বিপ্লব নিয়ে দেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে চার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। সেখানে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্যের প্রতীক ৩৬ জুলাইকে সবার মধ্যে তুলে ধরার জন্য তারুণ্যের মেলার আয়োজন করার কথা বলা হয়েছে। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভা করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
চিঠিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে এ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণা ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ বাস্তবায়নে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী ইয়ুথ ফেস্টিভ্যাল বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে চারটি কর্মসূচি পালন করতে হবে।
এই চার দফা নির্দেশনা হলো:
১. সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিদিন শ্রেণি কার্যক্রম চলাকালীন একটি নির্দিষ্ট সময়ে শ্রেণিকক্ষসহ নিজস্ব প্রতিষ্ঠান প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।
২.জুলাই বিপ্লবকে অর্থবহ করতে তারুণ্যের প্রতীক ৩৬ জুলাইকে সবার মধ্যে তুলে ধরার লক্ষ্যে সব প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে তারুণ্য মেলা আয়োজন করতে হবে। মেলায় জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদী কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তুলে ধরতে হবে এবং ফ্যাসিবাদবিরোধী ব্যক্তিদের নিয়ে আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।
৩. তরুণদের উদ্ভাবনী ও উদ্যোক্তা কর্মী হিসেবে গড়ে তুলতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সফল উদ্যোক্তা ব্যক্তিদের জীবন ও সফলতার গল্প সপ্তাহে একদিন শ্রেণিচলাকালীন কোনো এক নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের নিকট তুলে ধরতে হবে।
৪. পলিথিন-প্লাস্টিক বর্জন ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয়ে সবাইকে সচেতন করার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ করতে হবে।
সারাবাংলা/জেআর/এসআর