ভোলাহাট উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৩০
চাঁপাইনবাবগঞ্জ: ১৫ বছর পর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলার রামেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনের আয়োজন করে ভোলাহাট উপজেলা বিএনপি।
ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক ইয়াজদানী জর্জের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, ‘দীর্ঘ ১৫ বছর আওয়ামী সন্ত্রাসীরা ভোলাহাট উপজেলায় যে রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছিল তা বিগত কোন সরকারের আমলে দেখা যায়নি। তারা বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে। যে কারণে কর্মী সম্মেলন তো দূরের কথা দলীয় কার্যালয়ে বসে আলোচনাও করতে পারিনি।
সম্মেলনে ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক ইয়াজদানী জর্জকে সভাপতি ও আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
সারাবাংলা/এসআর