তিন ক্যাটাগরির ৯০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে শিল্প মন্ত্রণালয়
৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৩১ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১৯:২৪
ঢাকা : কাতার, সৌদি আরব ও মরক্কো থেকে তিন ক্যাটাগরির ৯০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে শিল্প মন্ত্রণালয়।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে এ-সংক্রান্ত দুটি পৃথক ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা যায়, তিন ক্যাটাগরির সারের মধ্যে কাতারের কাতার এনার্জি মার্কেটিং থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ১৩৩ কোটি ৮ লাখ ১২ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম ধরা হয়েছে ৩৬৯ দশমিক ৬৭ ডলার।
দ্বিতীয় প্রস্তাবে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানি করা হবে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে। প্রতি মেট্রিক টন সার ৩৪২ দশমিক ৩৩ ডলার দরে এতে মোট ব্যয় হবে ১২৩ কোটি ২৩ লাখ ৮৮ হাজার টাকা।
তৃতীয় প্রস্তাবে সংযুক্ত আরব আমিরাতের মেসার্স জেনট্রেড এফজেডই (প্রস্তুতকারক : মরক্কোর ওসিপি এসএ) থেকে ৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট (৭০ শতাংশ বিপিএল মিনিমাম) আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ২২৯ দশমিক ৫০ ডলার হিসাবে এতে মোট ব্যয় হবে ৮২ কোটি ৬২ লাখ টাকা।
প্রসঙ্গত ক্রয় কমিটির বৈঠকে মোট ১১টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৪২৭ কোটি ৪৩ লাখ টাকা।
সারাবাংলা/জিএস/আরএস