Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি গ্রেফতার

সারাবাংলা ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৪ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৫

ঢাকা: ইমাম হোসেন তাঈম হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তার বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি শেষে এ আদেশ দেয় ট্রাইব্যুনাল। পাশাপাশি, তাকে আগামী ১২ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

তার আইনজীবী মোহাম্মদ আবুল হাসান এ বিষয়ে সাংবাদিকদের জানান, ‘জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার পক্ষে ওকালতনামা দাখিল করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে সময়ের আবেদন করা হয়েছে যা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন।’

মামলার সূত্রে জানা যায়, শহীদ ইমাম হোসেন তাঈমকে কাছ থেকে গুলি করার পর থানায় নিয়ে মুখমণ্ডল বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক এই পুলিশ কর্মকর্তা।

শেখ হাসিনা সরকারের পতনের পর এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় আবুল হাসান এজাহারভুক্ত আসামী। তথ্যসূত্র বাসস।

সারাবাংলা/এসআর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওসি গ্রেফতার যাত্রাবাড়ী থানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর