অনেকেই আমাদের স্বাধীনতা পছন্দ করে না: প্রধান উপদেষ্টা
৪ ডিসেম্বর ২০২৪ ২০:৩৮ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ২২:০০
ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন আমাদের পুরো বিশ্বকে বলতে হবে যে, আমরা ঐক্যবদ্ধ। আমরা যা পেয়েছি, তা একসঙ্গে অর্জন করেছি। যারা আমাদের বুক চেপে ধরেছিল, তাদের আমরা জোর করে বের করে দিয়েছি। আমরা নিজেদের মুক্ত করেছি। আমাদের একসঙ্গে বিশ্বের সামনে এটি দেখাতে হবে।
তিনি বলেন, অনেকেই আমাদের স্বাধীনতা পছন্দ করে না। গণ-অভ্যুত্থানকে ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। তারা দেশের ইতিহাস নতুন করে লেখার চেষ্টা করছে। আমরা যে বাংলাদেশ গড়তে চাইছি সেটাকে ছাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘তারা প্রতিনিয়ত বিভিন্ন অপপ্রচার ছড়াচ্ছে। তারা গণঅভ্যুত্থান পছন্দ করে না এবং এটিকে মুছে ফেলতে চায়। তারা এতটাই শক্তিশালী যে, তারা মানুষকেও প্রভাবিত করতে পারে। এসব ষড়যন্ত্র থেকে নিজেদের রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখন আমাদের বিশ্বকে দেখাতে হবে যে, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের স্বাধীনতা অর্জন করেছি।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা যেভাবে দেশকে গড়ে তোলার চেষ্টা করছি, তা ধামাচাপা দিয়ে আরেক কাহিনী রচনা করে যাচ্ছে। সারাক্ষণ নানা রূপে তারা এটা করে যাচ্ছে। এটা যে এখন এক দেশের মধ্যে আছে তা নয়। বিশেষ বিশেষ বড় দেশের মধ্যে ছড়িয়ে গেছে।’
রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা ভালো বোঝেন। সবাই মিলে আমরা একজোট হয়ে যেন কাজটা করতে পারি। সবাই একত্র হয়ে বললে একটা সমবেত শক্তি তৈরি হয়। এই সমবেত শক্তির জন্যই আপনাদের সঙ্গে বসা।
এর আগে, বিকেল ৪টায় বিএনপি ও জামায়াতে ইসলামী, এবি পার্টি, গণঅধিকার পরিষদসহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
বৈঠক থেকে বেরিয়ে বিকেল ৫টা ২০ মিনিটে আমার দেশ পার্টির সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান ফুয়াদ জানান, বৈঠকে ড. ইউনূস উপস্থিত নেতাদের কাছে ভারত ও বিশ্বের অন্যান্য জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান অপপ্রচার, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং সাম্প্রতিক দিনগুলোতে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ- এ তিনটি বিষয়ে মতামত চান।
ফুয়াদ বলেন, ‘সব রাজনৈতিক দল এসব বিষয়ে সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এজেন্ডা ছাড়াও রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনগুলো নিয়ে কথা বলেছেন। তবে আওয়ামী লীগ সমর্থিত কর্মকর্তারা এখনও বিভিন্ন কূটনৈতিক মিশনে কর্মরত থাকায় এ নিয়ে নেতারা হতাশা প্রকাশ করেছেন। এসব কর্মকর্তাকে দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বানও জানানো হয়।
সারাবাংলা/জিএস/পিটিএম