ভারতে হাইকমিশনে হামলার প্রতিবাদে যশোরে বিএনপির বিক্ষোভ
৪ ডিসেম্বর ২০২৪ ১৯:১৯ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১৯:২১
যশোর: ভারতের আগরতলায় বাংলাদেশি উপ-হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপি।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় শহরের লালদীঘির পাড়ে জেলা বিএনপি’র পার্টি অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার গিয়ে শেষ হয়।
এর আগে পার্টি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপি‘র আহ্বায়ক অধ্যাপক নার্গিস ইসলামের সভাপতিত্বের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ।
বক্তব্য তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের সরকার নির্বাচিত সরকার নয় তারপরেও আমাদের নেতা তারেক রহমান সমর্থন জানিয়ে সহযোগিতা করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে। কারণ আমরা বিশ্বাস করি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার।’
তিনি আরও বলেন, ‘যখন ভারতের আগরতলায় বাংলাদেশি উপ-হাইকমিশনে হামলা হয়, বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেওয়া হয় তখন এদেশের নাগরিকের হৃদয়ে আঘাত হানে। এ কারণেই আজকের এই বিক্ষোভ। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতের সমর্থনে কৃতজ্ঞতার প্রকাশ হিসেবে ঋণ শোধ করতে এই ৫৩ বছরে প্রতিদিন, প্রতিমুহূর্তে এদেশের মানুষ চেষ্টা করে গেছে। আমরা জানিনা সীমান্তে আর কত লাশ পড়লে এদেশের ঋণ শোধ হবে ‘
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অহেতুক উত্তেজনার কোনো কারণ নেই। ভারত যা করছে এর মূল্য ভারতকেই দিতে হবে। কারণ এই বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টানসহ সকলের। আমি বিশ্বাস করি এই দেশের মানুষ কোনো ধর্মের মানুষের উপরে আঘাত আনতে দেবে না।’
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাবিরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সারাবাংলা/এইচআই