Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ২০:০৯ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ২২:০৭

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ঘের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তারা সোনাডাঙ্গা বাস টার্মিনালের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা বাস মালিক ও শ্রমিকদের ধাওয়া দেয়। বর্তমানে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক সেনা, নৌ ও পুলিশ সদস্য কাজ করছে।

বিজ্ঞাপন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সময়ন্বয়ক মো. মুহিবুল্লাহ জানান, গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনের বাস করে খুবির এক শিক্ষার্থী খুলনায় আসছিল। ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত করে বাস শ্রমিকরা। বিষয়টি শিক্ষার্থীরা জানলে সোনাডাঙ্গা বাস টার্মিনালে অবস্থান নেয় তারা। সেখানে কথা কাটাকাটির জের ধরে পরিবহন শ্রমিকরা আবারও অন্য শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

এ সময় খুবির ছাত্র আশিক, সিয়াম, জিসান আহমেদ, অরুপ বসু, হৃদয় ও শাহরিয়ার পারভেজ সাদ আহত হন। দুই জন শিক্ষককেও লাঞ্ছিত করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক শিক্ষার্থী সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যান। এক পর্যায়ে তারা শ্রমিকদের ধাওয়া দেন। দুই পক্ষের ধাওয়া পালটা ধাওয়ায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হাওলাদার সানওয়ার মাসুম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও নৌ বাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা কাজ করছে।

সারাবাংলা/এসআর

খুলনা শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর