Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারতের শাসকগোষ্ঠী বাংলাদেশ বিরোধী মিথ্যাচারে লিপ্ত’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ২২:৪২

খুলনা: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ভারতের শাসক গোষ্ঠী বিভেদের রাজনীতি ও বাংলাদেশ-বিরোধী মিথ্যাচারে লিপ্ত রয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় স্থানীয় বালুরমাঠে খানজাহান আলী থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভারতের শাসকগোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তিগুলো দু’দেশের জনগণের মধ্যে গণতান্ত্রিক সম্পর্ক ও সম্প্রীতি চায় না। তারা বাংলাদেশের অভ্যুত্থান এবং এর ছাত্রদের রাজনৈতিক জাগরণকে হুমকি হিসেবে দেখে। ফলে তারা বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করছে।’

তিনি আরও বলেন, ‘যারা বাংলাদেশে নির্বাচনের বাধাগ্রস্ত করতে চায় তারাই ষড়যন্ত্র করছে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করা কোনভাবেই সম্ভব না। উপদেষ্টা পরিষদের ভেতরে পরাজিত ষড়যন্ত্রকারী শত্রুরা লুকিয়ে রয়েছে।’

বিএনপি নেতা হেলাল বলেন, ‘ভারতীয় সরকার হামলার জন্য দুঃখ প্রকাশ নাটক করলেও, অতীতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ঘটেছে, যা আরো ক্ষোভের সৃষ্টি করেছে। ভারতের আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী আমাদের হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাওয়া।’

থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সম্মেলনের সঞ্চালনা করেন খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস।

বিজ্ঞাপন

সম্মেলনের দ্বিতীয় পর্বে খানজাহান আলী থানার ২১৩ কাউন্সিলরের ভোটে সভাপতি পদে কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ হাওলাদার আব্বাস ও সাংগঠনিক সম্পাদক পদে মোল্লা সোহাগ হোসেনকে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রেহানা ঈসা।

সারাবাংলা/এসআর

আজিজুল বারী হেলাল বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর