ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে কেন্দ্রীয় কমিটিতে আরও চার সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা দাঁড়াল ২৬ জন।
বুধবার (৪ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার প্রয়োজনীয়তায় নিম্নোক্ত ব্যক্তিদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলো। ওই চার সদস্য হলেন-
১. জাহিদ আহসান
২. রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা
৩. আকরাম হোসেন রাজ
৪. আশিক আহমেদ
এর আগে, গত ২১ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়ে। এছাড়া, পদাধিকার বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র এই কমিটির সদস্য থাকবেন। আজকের নতুন চার জনসহ কমিটির বর্তমান সদস্য হলেন ২৬ জন।