নিউইয়র্কে গুলিতে নিহত ইউনাইটেড হেলথকেয়ারের সিইও
৫ ডিসেম্বর ২০২৪ ০৯:২৭ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ২০:১৫
ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসন বুধবার (৪ ডিসেম্বর) সকালে নিউইয়র্কের ম্যানহাটনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
নিউইয়র্ক পুলিশের মতে, এটি একটি পরিকল্পিত হামলা ছিল। থম্পসন কোম্পানির বার্ষিক বিনিয়োগকারীদের সম্মেলনে যাওয়ার পথে এ হামলার শিকার হন। নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে থাকা সব প্রমাণ বলছে এটি পূর্বপরিকল্পিত।’
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) হামলাকারীর একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাকে হামলার আগে কাছাকাছি একটি কফিশপে দেখা গেছে। পালানোর সময় হামলাকারী কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ রেখে যেতে পারে বলে ধারণা পুলিশের।
হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। তবে তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইউনাইটেডহেলথ গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আগেও কিছু হুমকির কথা কোম্পানি জানত।
পুলিশের তথ্য অনুযায়ী, গুলির ঘটনার আগে ৪ ডিসেম্বর সকালে ম্যানহাটনের পশ্চিম দিকে সন্দেহভাজন ব্যক্তিকে একটি ইলেকট্রিক বাইকের ব্যাটারি হাতে নিয়ে ঘুরতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সে সেখান থেকে সাবওয়ে নিয়ে মিডটাউনে আসে এবং হয়তো আগে থেকেই সেখানে একটি ইলেকট্রিক বাইক প্রস্তুত রেখেছিল।
তদন্তকারীদের মতে, সন্দেহভাজন ব্যক্তি অত্যন্ত ধীরে ও পরিকল্পিতভাবে কাজ করেছে। তার আচরণে একজন দক্ষ শ্যুটারের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
সার্ভিল্যান্স ফুটেজে দেখা গেছে, হামলাকারী একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল দিয়ে ২০ ফুট দূর থেকে গুলি চালায়। থম্পসনকে পিঠে এবং পায়ে গুলি করা হয়।
পুলিশ হামলাকারীকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং জনগণের সহযোগিতা কামনা করেছে।
সারাবাংলা/এনজে