Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১১:৫৩ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৫:২৪

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে হারুন অর রশিদ ও আব্দুল খালেক নামে দুই ভুট্টা ব্যবসায়ীর নিহত হয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাপোরে এ ঘটনা ঘটে।

নিহত হারুন অর রশিদের বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামে ও একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকায় আব্দুল খলেকের বাড়ি। তারা ধান ও ভুট্টা ব্যবসায়ী ছিলেন।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, পীরগঞ্জ-বীরগঞ্জ পাকা সড়কে মোটরসাইকেল ও ট্রাক্টর ট্রলির সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলে থাকা হারুন অর রশিদ ও আব্দুল খালেক গুরুতর আহত হন। তাদের পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে সেখানে হারুন মারা যান।

বিজ্ঞাপন

অন্যদিকে আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। তবে ঘাতক ট্রলিটি আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর