Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেফতার নয়: আইজিপি

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১২:১১ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৩

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ফাইল ছবি

ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, গত ৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলাসহ এই মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেফতার করা হবে না।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নবনিযুক্ত আইজিপি।

আইজিপি বলেন, নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারিহারে গ্রেফতার করা যাবে না।

বাহারুল আলম বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেফতারে যাব না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার।

অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলেও উল্লেখ করেছেন আইজিপি বাহারুল আলম।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

আরো