Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগে বাসের ধাক্কায় ফুল ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১২:৪৭ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৫:২৪

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ফুল ব্যবসায়ী মারা গেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শাহবাগ ঢাকা ক্লাবের উল্টা পাশে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত আনোয়ার হোসেনের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়। বর্তমানে হাজারীবাগ পার্ক এলাকায় থাকতেন।

মৃত আনোয়ার হোসেনের ছেলে অনিক হোসেন জানান, শাহবাগ মোড়ে ফুটপাতে ফুলের দোকান আছে তার বাবার। ভোরে বাসা থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। এরপর সকাল ৬টার দিকে তিনি ফোনে খবর পান, শাহবাগ মোড়ে শ্যামলী বাসের ধাক্কায় তার বাবা মারা গেছেন। পরে হাসপাতালে বাবার মরদেহ দেখতে পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস কবির জানান, ভোরে ঢাকা ক্লাবের উল্টা পাশে শ্যামলী পরিবহণের ধাক্কায় গুরুতর আহত হয় ওই ফুল ব্যবসায়ী। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। ঘটনার পরপরই শ্যামলী পরিবহণ জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

ফুল ব্যবসায়ী নিহত শাহবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর