টানা ৩ দিন কমতে পারে তাপমাত্রা, থাকবে কুয়াশা
৫ ডিসেম্বর ২০২৪ ১৩:২৫ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৫:১৮
ঢাকা: আগামী তিন দিন রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে সকালে থাকতে পারে ঘন কুয়াশা। এই পরিস্থিতি থাকবে আগামী শনিবার (৭ ডিসেম্বর) পর্যন্ত। এরপর রোববার (৮ ডিসেম্বর) থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
শুক্রবারের (৬ ডিসেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, ওইদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত কমতে পেতে পারে।
শনিবার (৭ ডিসেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ওইদিনও সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় অবস্থা বলছে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহ্বার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
তিনি জানান, এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বদলগাছি ও তেতুলিয়ায় সর্বনিম্ম তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টেকনাফ ও আমবাগানে।
সারাবাংলা/জেআর/ইআ