নভেম্বরে মূল্যস্ফীতি হার বেড়ে ১১ দশমিক ৩৮ শতাংশ
৫ ডিসেম্বর ২০২৪ ১৩:২৩ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৪:২৭
ঢাকা: চলতি পঞ্জিকা বছরের সর্বশেষ নভেম্বরেও সার্বিক মূল্যস্ফীতির হার বেড়েছে। গত মাসে এটি বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৮ শতাংশ। এর আগে, অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এসব কঞ্জুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএস জানায়, নভেম্বরে খাদ্য ও খাদ্য-বহির্ভূত পণ্য উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। আলোচ্য মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ। গত অক্টোবরে এটি ছিল ১২ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে খাদ্য-বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাড়িয়েছে ৯ দশমিক ৩৯ শতাংশ। এর আগের মাসে এ হার ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।
বিবিএস’র প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৫৩ শতাংশ, যা তার আগের মাসে ছিল ১১ দশমিক ২৬ শতাংশ। এ সময় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৪১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ১২ দশমিক ৭৫ শতাংশ। তবে গ্রামে খাদ্য-বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সামান্য কমেছে। আলোচ্য মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ, যা এর আগের মাসে ছিল ৯ দশমিক ৭৬ শতাংশ।
অন্যদিকে নভেম্বরে শহরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৭ শতাংশ, যা এর আগের মাসে ছিল ১০ দশমিক ৪৪ শতাংশ। আলোচ্য মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৩ শতাংশ, যা এর আগের মাসে ছিল ১২ দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে খাদ্য-বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩১ শতাংশে, যা এর আগের মাসে ছিল ৯ দশমিক শূন্য ৬ শতাংশ।
সারাবাংলা/জেজে/আরএস