Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনা গ্রুপকে ২ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৬ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৪১

ঢাকা: খাদ্য উৎপাদন বাড়াতে দেশের বেসরকারি খাতে মেঘনা গ্রুপকে দুই কোটি ডলার ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। গ্রুপের তানভীর ডাল মিল অ্যান্ড ফ্লাওয়ার মিলস লিমিটেডকে এ ঋণ দেওয়া হবে।

বুধবার (৪ ডিসেম্বর) উভঢ পক্ষের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি সই করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদেয় এ ঋণটি এমজিআই-এর গমের আটার আউটপুটকে দ্বিগুণ করবে এবং বিদ্যমান প্ল্যান্টের তুলনায় ৩৭ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে মানসম্পন্ন গমের পণ্য উৎপাদন করতে সক্ষম করবে। এছাড়া উন্নত শক্তির দক্ষতা কর্মক্ষম খরচ কমিয়ে আনবে এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন বার্ষিক প্রায় ৮ হাজার ২০০ টন কমাবে। প্ল্যান্টটি ৬ লাখ ৬০ হাজার মেট্রিক টন গম উৎপাদন করবে, যা দেশীয় কৃষি উৎপাদনে অবদান রাখবে এবং খাদ্য নিরাপত্তা বাড়াবে।

এডিবির প্রাইভেট সেক্টর অপারেশনের মহাপরিচালক সুজান গাবরি বলেন, প্রকল্পটি বাংলাদেশে টেকসই শিল্প উন্নয়নের অগ্রগতির দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। দক্ষ প্রযুক্তির প্রচার এবং পণ্যের গুণমান উন্নত করার মাধ্যমে সরাসরি দেশের খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ও পরিবেশগত স্থিতিশীলতায় অবদান রাখবে।

সারাবাংলা/জেজে/আরএস

এডিবি মেঘনা গ্রুপ

বিজ্ঞাপন

আয়নাঘর ছিল, আছে- র‌্যাব ডিজি
১২ ডিসেম্বর ২০২৪ ১৩:৩০

দেশে ফিরলেন মির্জা ফখরুল
১২ ডিসেম্বর ২০২৪ ১২:৫৬

আরো

সম্পর্কিত খবর