Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১৫:১৭

গ্রেফতার হওয়া ছাত্রলীগের সদস্য মো. তারেক (৩৭)

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে নগরীর চান্দগাঁওয়ের বেপারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. তারেক (৩৭) ওই এলাকার আবদুর রহমান সওদাগর বাড়ির বাসিন্দা। তিনি চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরালের একান্ত সহযোগী।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন সারাবাংলাকে জানান, ‘গত ১৪ নভেম্বর বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় তারেককে গ্রেফতার করা হয়েছে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য এবং চসিকের সাবেক এক কাউন্সিলরের একান্ত সহযোগী। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

 

সারাবাংলা/আইসি/এসডব্লিউ

গ্রেফতার চট্টগ্রাম ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর