এখনো বিপিএলের পারিশ্রমিক পাননি তাহির!
৫ ডিসেম্বর ২০২৪ ১৫:২৩ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৮
বছর ঘুরে চলে এলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরো একটা আসর। আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে একাদশতম বিপিএল। কিন্ত গত আসরের পারিশ্রমিক বকেয়া থেকে যাওয়ার অভিযোগ তুলেছেন ইমরান তাহির, রংপুর রাইডার্সের বিপক্ষে।
বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন ইমরান তাহির। যদিও পুরো মৌসুম খেলতে পারেননি এই প্রোটিয়া লেগ স্পিনার। তবে আজ গ্লোবাল সুপার লিগে সেই রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে তাহির জানালেন, এখনো তার গত আসরের পারিশ্রমিক বকেয়া রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গ্লোবার সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের নেতৃত্ব দিচ্ছেন তাহির। আজ রংপুর রাইডার্সের বিপক্ষে টস পর্বে কথা বলতে গিয়ে পুরনো ঘটনা তাদের সমালোচনা করেছে তিনি। চুক্তি অনুযায়ী পুরো অর্থ না পাওয়া নিয়ে তাহির বলেন, ‘ব্যক্তিগতভাবে গায়ানার হয়ে এই ম্যাচটা আরো বেশি করে জিততে চাই। কারণ গত বছর রংপুরের হয়ে বিপিএল খেলেছি, কিন্তু এখনো চুক্তির পুরো টাকাটা বুঝে পাইনি। সব মিলে এব ব্যাপারটিই আমাকে আরো তাঁতিয়ে দিচ্ছে ভালো করতে।’
ইমরান তাহিরের এমন মন্তব্যের পর আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি রংপুর রাইডার্স।
প্রভিডেন্সে রংপুরকে ১১৭ রানে আটকে দিয়েও ১৫ রানে ম্যাচ হেরেছে তাহিরের গায়ানা। ম্যাচ হারলেও বল হাতে ভালোই করেছেন তাহির। চার ওভারে ২৪ রান দিয়ে নেন দুই উইকেট।
সারাবাংলা/জেটি