Tuesday 10 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা-শিশুকে এসিড ছোড়া সেই ছিনতাইকারী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৭ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৬:৫০

ঢাকা: রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া এলাকায় এসিড নিক্ষেপ করে ছিনতাইয়ের ঘটনায় একজন পেশাদার দুর্ধর্ষ ছিনতাইকারী নাঈম ওরফে বাবুকে (১৯) গ্রেফতার করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ সদর থানার চরদুর্লভা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তুরাগ থানা সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে সাথী রানী (৩৬) তার শিশু সন্তান বিজু রানীকে (২) নিয়ে তুরাগের কামারপাড়া বাজার থেকে কামারপাড়া পুরাতন থানা রোডের তারা মার্কেটের কাছে তার ভাসুরের বাসায় যাচ্ছিলেন। বাসার গেইটের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা এক ব্যক্তি সাথী রানীকে রহিম নামক কোন ব্যক্তিকে চিনে কিনা জিজ্ঞাসা করেন। সাথী রানী কোন উত্তর দেওয়ার আগেই অজ্ঞাতনামা ব্যক্তি তার সঙ্গে থাকা একটি বোতল থেকে এসিড স্প্রে নিক্ষেপ করেন সাথী রানী এবং বিজু রানীর মুখে। এতে সাথী রানীর মুখ মন্ডলের কিছু অংশ ঝলসে যায় ও বিজু রানীর শরীরের কিছু অংশ ঝলসে যায়। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিটি ভিকটিম সাথী রানীর গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন সাথী রানী এবং বিজু রানী চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদেরকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পরবর্তীতে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ভিকটিমের ভাসুর শ্রী চিবাস কুমার হালদারের অভিযোগের প্রেক্ষিতে গত ২২ নভেম্বর তুরাগ থানায় একটি মামলা হয়।

মামলাটি তদন্তকালে ভিকটিমের দেওয়া আসামীর বর্ণনা বিশ্লেষণ, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত নাঈমকে শনাক্ত করা হয়।
পরবর্তীতে তুরাগ থানার একটি দল গত বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ সদর থানার চরদুর্লভা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার নাঈম একজন পেশাদার ছিনতাইকারী। সে দীর্ঘদিন ধরে তুরাগ এলাকায় ছিনতাইয়ের কাজে জড়িত। ঘটনার দিন সে ভিকটিমের গলার চেইন ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিম সাথী রানী এবং বিজু রানীকে এসিড নিক্ষেপ করে।

গ্রেফতার হওয়া নাঈমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ

এসিড নিক্ষেপ ছিনতাই তুরাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর