খালাস পেলেন তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন
স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৫০ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬
৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৫০ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬
ঢাকা: মানি লন্ডারিংয়ের মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ব্যাবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উচ্চ আদালত থেকে তিনি খালাস পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সাব্বির হামজা চৌধুরী।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘‘২০১৯ সালে এই মামলার ফরমায়েশি রায়ে গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের সাজা, ১২ কোটি টাকা অর্থদণ্ড এবং ৬ কোটি এক লাখ ৫৮ হাজার ৭৬২ টাকা বাজেয়াপ্ত করেন। ইতোমধ্যে তিনি ওই সাজাও খেটেছেন।’’
‘‘আজ স্বাধীন বিচারিক রায়ে উচ্চ আদালত থেকে ওই মামলায় তিনি বেকসুর খালাস পেয়েছেন। আমরা আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি’’- বলেন সাব্বির হামজা চৌধুরী।
সারাবাংলা/এজেড/ইআ