Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো বিটকয়েনের দাম ১ লাখ ডলার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৪ ১৬:২৫ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৫

বিটকয়েন। ছবি: সংগৃহীত

ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিটকয়েনের দাম একলাখ ডলার অতিক্রম করেছে। গত ৫ নভেম্বর মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বিটকয়েনের দাম ক্রমাগত বাড়ছে। সেই ধারাবাহিকতায় এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমসে’র এক প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জয়ী হয়ে ক্রিপ্টোকারেন্সির জন্য একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হবে বলে ধারণা করা হয়। বৃহস্পতিবার প্রথমবারের মতো বিটকয়েনের দাম একলাখ ডলারের উপরে উঠেছে।

বিজ্ঞাপন

ট্রাম্পের ঘোষণাই অনুঘটক হিসেবে কাজ করেছে বিটকয়েনের দাম এক লাখ ডলারে ওঠার পেছনেও। ওয়াল স্ট্রিটের নিয়ন্ত্রক হিসেবে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার পল অ্যাটকিন্সের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি ক্রিপ্টোকারেন্সি বান্ধব হিসেবে পরিচিত।

তবে বিটকয়েনের দাম ওঠানামা করে। সে কারণে মানুষের মধ্যেও বিটকয়েনের প্রতি আকর্ষণ আছে। চলতি বছর বিটকয়েনের মূল্য দ্বিগুণেরও বেশি হয়েছে। ট্রাম্পের বিজয়ের পর থেকে চার সপ্তাহের মধ্যে প্রায় ৪৫ শতাংশ বেড়েছে।

বিটকয়েনের মূল্যবৃদ্ধি পাওয়ায় সামগ্রিকভাবে ক্রিপ্টোকারেন্সির বাজার মূলধন বেড়েছে। কয়েন মার্কেট ক্যাপের তথ্যানুসারে, ক্রিপ্টোকারেন্সির বাজার মূলধন এখন ৩ দশমিক ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ ৩০ হাজার কোটি ডলার।

২০২১ সালে ডোনাল্ড ট্রাম্প বিটকয়েনকে একধরনের জালিয়াতি মনে করলে এবারের নির্বাচনের অঙ্গীকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টোকারেন্সির রাজধানী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

ক্রিপ্টোকারেন্সি ডোনাল্ড ট্রাম্প বিটকয়েন মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর