Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পুলিশকে জনগণের বন্ধু বানানোর জন্যই সংস্কার করতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১৮:২৪ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৮:২৬

সভাকালে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ

খাগড়াছড়ি: ‘পার্বত্য জেলার সব নাগরিক সমান অধিকার ভোগ করবে। আইনের সমান আশ্রয় পাবেন। ভবিষ্যৎ পুলিশ জনগণের বন্ধুই হবে।’

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি পৌর সম্মেলনে অনুষ্ঠিত সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, ‘পুলিশের কিছু সদস্যদের মাত্রাতিরোক্ত তোসামদীর কারণে পুলিশ অনেক ভুল করেছে। যার ফলে জনগণ প্রত্যাশিত সেবা পায়নি। অতীতে যেসব পুলিশ অন্যায় করেছে- তাদেরকে আইনের আওতায় আনা হবে। সতেরো বছর পরে ছাত্র জনতার সংগ্রামের ফসল বর্তমান বাংলাদেশ। পুলিশে সংস্কার হবে। জনগনকে পুলিশ সংস্কারে ভূমিকা রাখতে হবে এবং সম্প্রীতি রক্ষায় সবাইকে কাজ করতে হবে।’

জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘পুলিশে সংস্কারের কাজ চলছে। সংস্কার হতে হবে মেধা-মননে এবং আগা- গোড়া সব জায়গায়। পুলিশের কর্মকাণ্ড জনমুখী করতে হলে সংস্কার করতেই হবে।’

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘সবার মতামতের ভিত্তিতে কাজ করতে হবে। গুজব প্রতিরোধ করতে হবে। জনগণকে তথ্য দিয়ে,ধৈর্য ধরে প্রশাসনকে সহায়তা করতে হবে। পর্যটন খাতের বিকাশ ঘটিয়ে জনজীবনে উন্নয়ন নিশ্চিত করতে হবে।’

এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মোমিন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, রবি শংকর তালুকদার, মাওলানা কাউসার আজিজি,রোমেল মারমা, ক্ষেত্রমোহন ত্রিপুরা,মুফতি কাশেমী,অশোক কুমার মজুমদার,আল আমিন, জাহিদ হাসান, আসাদ উল্ল্যাহ,মো. নূর আলমসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

খাগড়াছড়ি পুলিশ সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর