Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৭ ছক্কায় টি-টোয়েন্টির বিশ্ব রেকর্ডে বারোদার ৩৪৯

স্পোর্টস ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৪ ১৮:১৮

স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এখন বারোদার

গত ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের উপ-আঞ্চলিক বাছাইপর্বে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করেছিল জিম্বাবুয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই স্বীকৃত টি-টোয়েন্টিরও সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েন সিকান্দার রাজারা। তবে দেড় মাসও টিকল না এই রেকর্ড। আজ (বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর) ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে পাঁচ উইকেটে ৩৪৯ রান তুলে সেই রেকর্ড নতুন করে লিখল বারোদা। 

বিজ্ঞাপন

সাথে ভেঙেছে টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও। গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে মেরেছিল ২৭টি ছক্কা। আজ বিশ্ব রেকর্ড গড়ার পথে বারোদার ব্যাটাররা মারলেন ৩৭টি।

ইন্দোরে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই সিকিমের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন বারোদার দুই ওপেনার। মাত্র ৫.১ ওভারেই দলীয় সংগ্রহ নিয়ে যান ৯০ পেরিয়ে। ঝড়ো এই শুরুর পর তাণ্ডব চালান ভানু পানিয়া, শিবালিক শর্মা ও বিষ্ণু সোনাঙ্কি। ১৫ ছক্কায় মাত্র ৫১ বলে ১৩৪ রানে অপরাজিত ছিলেন ভানু। শিবালিক ছয় ছক্কায় ৫৫ করেন মাত্র ১৭ বলে। ১৬ বলে ৫০ রানের ইনিংস সোলাঙ্কি সাজান ছয় ছক্কায়। 

পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে ২০ ওভার ব্যাট করে একশোও পেরোতে পারেনি সিকিম। সাত উইকেটে ৮৬ রান তুলে ম্যাচ হেরেছে ২৬৩ রানে। স্বীকৃত টি-টোয়েন্টিতে রানের হিসেবে চতুর্থ ব্যবধানে ম্যাচ জিতল বারোদা। 

সারাবাংলা/জেটি

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্ব রেকর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর