‘ভারত কি পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাধাতে চায়’
৫ ডিসেম্বর ২০২৪ ১৯:১১ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ২০:২২
ঢাকা: ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ভারতে আমাদের উপ-হাইকমিশন আক্রমণ করা হয়েছে। বাংলাদেশের পতাকাকে অপমান করা হয়েছে। ভারতে থাকা আমাদের দেশের কূটনীতিবিদদের আক্রমণ করা হয়েছে? ভারত কি বাংলাদেশের পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাধাতে চায়?
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন প্রশ্ন তোলেন।
সম্মেলনে মুহাম্মাদ হারুন অর রশিদকে সভাপতি ও হাজী মো. ফারুক হাওলাদারকে সাধারণ সম্পাদক করে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
ফয়জুল করীম বলেন, ‘‘ভারত বাংলাদেশের মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। বৃটিশ ও পাকিস্তানিরা ষড়যন্ত্র করে টিকতে পারে নি। ভারতও ষড়যন্ত্র করে টিকতে পারবে না। বাংলাদেশের মানুষ বৃটিশকে ভয় পায়নি। পশ্চিম পাকিস্তানের কামান ও ট্যাংককে ভয় পায়নি। সুতরাং ভারতকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না।’
ইসকন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ইসকন হিন্দুদের কোনো ধর্মীয় সংগঠন নয়। এটা সন্ত্রাসীদের সংগঠন। দেশে হাজারো হিন্দু দেশপ্রেমিক আছে। তারা দেশ নিয়ে ভাবে। দেশের উন্নয়নের জন্য চেষ্টা করে। কিন্তু ইসকন দেশ নিয়ে নয় বরং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। ইসকনের সদস্যরা বাংলাদেশের নাগরিক হলে বাংলাদেশে হস্তক্ষেপ করতে ভারতের কাছে দাবি জানাতো না। তারা বাংলাদেশের অফিস আদালত ও আইনের প্রতি আস্থাশীল নয়। তারা অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে কিনা, তা খুঁজে বের করা দরকার।’’
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি এইচ এমন রফিকুল ইসলাম, মুহাম্মাদ হায়দার আলী, হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া, মুহাম্মাদ মাহবুব আলম প্রমুখ।
সারাবাংলা/এজেড/আরএস