Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেশি গুতাগুতি করলে কাউকে ছাড় দেব না- ভারতের উদ্দেশে অলি

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১৯:২৫ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ২০:৫৬

ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমরা ভারতের বিপক্ষে না, আমরা কোনো দেশের বিরুদ্ধে না। যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে, তাদের প্রতি সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে, বেশি গুতাগুতি করলে কাউকে ছাড় দেব না।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ‘‘বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান রইল। প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকবে -এটাই প্রত্যাশা করে বাংলাদেশের জনগণ। কোনো দেশের সঙ্গে শত্রুতা নয়, সব দেশের সঙ্গে বাংলাদেশের মানুষ সুসম্পর্ক রাখতে চায়। তবে, বাংলাদেশ নিয়ে কেউ মিথ্যাচার করলে মানুষ তার উচিত জবাব দেবে।’’

বিজ্ঞাপন

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ ভারতের দালাল। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনের সময়টুকু ছাড়া বাকিরা ভারতের দালাল ছিল। বর্তমানে কাউকে ভারতের দালাল হিসেবে কাজ করতে দেব না।’’

সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/আরএস