Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা সরাতে ৫ দিনের আলটিমেটাম

স্পেশাল করসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ২০:১৯ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ২২:৫৩

ঢাকা: বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের অবৈধভাবে নির্মিত সকল স্থাপনা ও অবকাঠামো সরাতে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয় এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করেছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বাংলাদেশ রেলওয়ের অবৈধভাবে দখল করা ভূমি দখলমুক্ত করার বিশেষ উদ্যোগ নিয়েছে। সে লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবৈধভাবে নির্মিত সব স্থাপনা ও অবকাঠামো ১০ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হলো।

রেলওয়ে বলছে, বেঁধে দেওয়া সময়ের পর বাংলাদেশ রেলওয়ের ভূমি অবৈধ দখলমুক্ত করতে কঠোর আইনি ব্যবস্থা নেবে। পাশাপাশি সর্বসাধারণকে রেলওয়ের সম্পত্তি রক্ষায় সহযোগিতা করার জন্যও অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/জেআর/এইচআই