হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সংবাদ সম্মেলন
ভারতের গণমাধ্যম ও রাজনৈতিক গোষ্ঠীর অপপ্রচার বন্ধের দাবি
৫ ডিসেম্বর ২০২৪ ২০:৩৮ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ২২:০৬
ঢাকা : ভারতের গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী কর্তৃক বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট।
বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে ফ্রন্টের নেতারা বলেন, ভারত ও ভারতীয় জনগণের একাংশ আওয়ামী প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে প্রকৃত বন্ধু বাংলাদেশের জনগণকে শত্রু বানিয়ে আসল শত্রু আওয়ামী লীগ ও শেখ পরিবারের প্রতি অন্ধ অনুসারী হয়েছে। তাই ভারতীয় জনগণ, গণমাধ্যম ও দিল্লি সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে, প্রকৃত বন্ধুকে চিনে নিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেন, বাংলাদেশে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখনই হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নাগরিকরা বিপদে পতিত হয়। সবসময় আতঙ্কিত থাকে এবং নানাভাবে নির্যাতিত-লাঞ্ছিত হয়। এছাড়া অন্যান্য সরকারের আমলে হিন্দু জনগণ শান্তিতে জীবন নির্বাহ করেছে, বিশেষ করে বর্তমান সরকারের আমলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবচেয়ে শান্তিপূর্ণ ও সমঅধিকার নিয়ে বসবাস করছে।
সংবাদ সম্মেলনে উত্থাপিত ৫ দফা দাবিতে বলা হয়, বাংলাদেশের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা প্রোপাগান্ডা প্রচার থেকে ভারতের মিডিয়া ও ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীকে বিরত রাখতে হবে। কোন ধর্ম-বর্ণ-জাতিগোষ্ঠীর ভিত্তিতে নয়, প্রতিবেশী দেশের মানুষের সাথে সম্পর্কের ভিত্তি হবে মানবতা। বাংলাদেশ-ভারত উভয়ই স্বাধীন-সার্বভৌম দেশ। উভয় দেশের পারস্পরিক স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে হবে। বাংলাদেশের কোন নির্দিষ্ট দলের বা মতের প্রতি অযৌক্তিক আনুকূল্য প্রদর্শন হতে ভারত সরকারকে বিরত থাকতে হবে। সম্প্রীতি বিনষ্টের ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদীদের সকল অপকৌশল বন্ধ করতে হবে।
সারাবাংলা/ এএইচএইচ/আরএস