১৫০০ কোটি টাকা পাওনা, ২ শিল্পগ্রুপের সামনে ধরনায় ন্যাশনাল ব্যাংক
৫ ডিসেম্বর ২০২৪ ২০:৫৫ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৫:২৫
চট্টগ্রাম ব্যুরো: খেলাপি ঋণ আদায়ে চট্টগ্রামে দুই শিল্প প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তারা। শিল্প প্রতিষ্ঠানগুলো হচ্ছে— বিএসএম গ্রুপ ও সাদ-মুসা গ্রুপ।
ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, দুই প্রতিষ্ঠানের কাছে ব্যাংকটির পাওনা প্রায় দেড় হাজার কোটি টাকা। বারবার তাগাদা দিয়ে এমনকি আইনের আশ্রয় নিয়েও ব্যাংকটি সেই পাওনা উদ্ধার করতে পারছে না। এ অবস্থায় সামাজিক চাপ তৈরি করতে তারা প্রতিষ্ঠানগুলোর সামনে অবস্থান নিতে বাধ্য হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে দুই শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যালয়ের সামনে ব্যাংকের কর্মকর্তারা অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন।
নগরীর খাতুনগঞ্জে ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপ এবং কুলগাঁও এলাকায় সাদ-মুসা শিল্পগ্রুপের বাণিজ্যিক কার্যালয়ের সামনে ব্যাংকটির কর্মকর্তারা অবস্থান নেন।
ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তারা জানান, ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপ এবং তাদের অঙ্গপ্রতিষ্ঠান রুবি ফুডসের কাছে ব্যাংকের খাতুনগঞ্জ শাখার পাওনা ৪০০ কোটি টাকারও বেশি। আর পোশাকসহ বিভিন্ন খাতের শিল্পগোষ্ঠী সাদ-মুসা গ্রুপের কাছে ব্যাংকের আগ্রাবাদ শাখার পাওনা এক হাজার ১৮০ কোটি টাকা।
এসব পাওনা আদায়ে ব্যাংকটির খাতুনগঞ্জে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বিএমএস গ্রুপের কার্যালয়ের সামনে অবস্থান নেন। আর ব্যাংকের আগ্রাবাদ শাখার কর্মকর্তারা নগরীর কুলগাঁও এলাকায় সাদ-মুসা গ্রুপের বাণিজ্যিক কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় তারা ‘ঋণ আদায়ে অবস্থান কর্মসূচি’ ব্যানার বহন করছিলেন।
ন্যাশনাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আবু ফারুকী সারাবাংলাকে বলেন, ‘অনেকগুলো ব্যাংক তারল্য সংকটে ভুগছে। গ্রাহকদের নগদ টাকা দিতে পারছে না। ন্যাশনাল ব্যাংকও এমন সংকটের মধ্যে পড়েছে। অথচ ঋণগ্রহীতাদের কাছে আমাদের বিপুল অঙ্কের টাকা অনাদায়ী রয়ে গেছে। আমরা তাগাদা দিয়ে, মামলা করেও নানা প্রভাবের কারণে তাদের কাছ থেকে টাকাগুলো আদায় করতে পারছি না। এজন্য সামাজিকভাবে চাপ তৈরির জন্য অবস্থান কর্মসূচি পালন করেছি।’
সারাবাংলা/আরডি/এইচআই