Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজতের সংবাদ সম্মেলনে ইসকন নিষিদ্ধের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ২২:৩৯ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ২৩:২৮

খুলনা প্রেসক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম খুলনা জেলার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

খুলনা: ‘উগ্র হিন্দুত্ববাদী সংগঠন’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড, মুসলিম আইনজীবীকে দিবালোকে হত্যা, মসজিদ ভাঙচুর ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগ তুলেছে হেফাজতে ইসলাম। খুলনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগে দেশে ইসকনের কর্মকাণ্ডকে নিষিদ্ধের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম খুলনা জেলার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত চারটি দাবি তুলে ধরেন তারা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে ও ছাত্র-জনতার বিপ্লবকে ব্যর্থ করতে বহুবিধ ষড়যন্ত্র চলছে। দেশি-বিদেশি বিভিন্ন চক্র এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশে সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে দিতে ইসকন নামক একটি সন্ত্রাসী গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে।

বক্তব্যে হেফাজত নেতারা বলেন, আগামী ১৩ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টায়, খুলনার সার্কিট হাউজ ময়দানে ইসকন সম্মেলন করতে চাচ্ছে। যে সার্কিট হাউজ ময়দান আমাদের খুলনাবাসীর নামাজের স্থান, যেখানে ঈদের নামাজ হয়, সেই মাঠে ইসকন নামক উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন সম্মেলন করবে— তা মেনে নেওয়া যায় না। তাদের কোনোভাবেই খুলনার সার্কিট হাউজ ময়দানে সম্মেলন করতে দেওয়া যাবে না।

এ ব্যাপারে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে জোরালো আহ্বান জানিয়ে হেফাজত নেতারা বলেন, প্রশাসন যদি তাদের অনুষ্ঠান বন্ধ করতে ব্যর্থতার পরিচয় দেয় এবং এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে এর সব দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গণমাধ্যম ও রাজনীতিবিদদের মিথ্যা ও বানোয়াট প্রোপাগান্ডা ছড়াতে দেখা যাচ্ছে উল্লেখ করে হেফাজত নেতারা বলেন, ভারতীয় গণমাধ্যমে আজ বাংলাদেশবিরোধী মিথ্যা-অবান্তর প্রোপাগান্ডা ও অতিরঞ্জিত ভুল তথ্য প্রচার করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভারতীয় সরকারের উচিত দ্রুত তা বন্ধে ব্যবস্থা নেওয়া।

তারা আরও বলেন, ভারতের রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমরা বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে অধিক সংযম ও দায়িত্বশীল বক্তব্য ও মন্তব্য আশা করছি। অবিলম্বে তাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিভ্রান্তমূলক ও অসত্য মন্তব্য এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দা নেটওয়ার্কের সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

আওয়ামী লীগ সরকারের অবৈধভাবে ক্ষমতা গ্রহণ ও আদর্শিকভাবে ভিন্ন মতালম্বীদের দমন-নিপীড়নে ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন ছিল বলেও উল্লেখ করেন হেফাজত নেতারা। তারা বলেন, এর ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা নেটওয়ার্কের নানা অনাকাক্ষিত হস্তক্ষেপ অব্যাহত রয়েছে। আমরা এ ধরনের তৎপরতার এখনই পরিসমাপ্তি কামনা করছি। দুই দেশের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

‘আমরা সুনিশ্চিতভাবে বলতে চাই, বাংলাদেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্র যদি অব্যাহত থাকে, তবে তা দুই দেশের দীর্ঘমেয়াদি সুসম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। সুতরাং এ বিষয়ে ভারতীয় সরকারের সদয় হস্তক্ষেপ আমরা প্রত্যাশা করছি, যেন পরবর্তী সময়ে মসৃণ ও ইতিবাচকভাবে দুই দেশের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক সাবলীলভাবে বজায় থাকে,’— বলেন হেফাজত নেতারা।

সারাবাংলা/এইচআই/টিআর

ইসকন খুলনা হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর