Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সেতু-জনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ০০:৩১ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ০২:৩৯

বৃহস্পতিবার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সেতু চাকমা সভাপতি ও উপসহকারী প্রকৌশলী মো. জনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্যে অ্যাসোসিয়েশনের দ্বিতীয় দ্বি-বার্ষিক এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মিথিলা তালুকদার, সহকারী প্রকৌশলী (সিভিল) মনজুরুল ইসলাম ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বিশ্বকল্যাণ চাকমা।

রাবিপ্রবির আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা রাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন। তিনি নির্বাচনে অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় রাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১১ সদস্যের রাবিপ্রবির অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচিত নতুন কমিটিতে আছেন— সহসভাপতি রাসকিন চাকমা, সহসাধারণ সম্পাদক এ এম শাহেদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিন, অর্থ সম্পাদক রিপুল চাকমা, দফতর ও প্রচার সম্পাদক জনসন্দ চাকমা, মহিলাবিষয়ক সম্পাদক টিংকেল খীসা এবং সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক ডা. সর্বদর্শী চাকমা।

বিজ্ঞাপন

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন মেহেদী মাকসুদ চৌধুরী ও ত্রিবেনী চাকমা। নির্বাচিত নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নতুন কমিটির নেতারা।

সারাবাংলা/টিআর

অফিসার্স অ্যাসোসিয়েশন রাঙ্গমাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি রাবিপ্রবি

বিজ্ঞাপন

হিলি হানাদার মুক্ত দিবস পালিত
১১ ডিসেম্বর ২০২৪ ১৭:০৯

আরো

সম্পর্কিত খবর