তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে বিশ্ব: ব্রিটিশ সশস্ত্র বাহিনীপ্রধান
৬ ডিসেম্বর ২০২৪ ০১:৪৫ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১১:৫৯
বিভিন্ন এলাকায় চলমান যুদ্ধের ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা বর্তমান পৃথিবী তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে আশঙ্কার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন।
তিনি বলেন, গত তিন দশক ধরে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে আন্তর্জাতিক প্রচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু বর্তমান যুগ বেশি জটিল। এখন আমরা তৃতীয় পারমাণবিক যুগের সূচনালগ্নে রয়েছি। আর এটি বহুমুখী ও সমসাময়িক সমস্যা।
মার্কিন বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেওয়া এক বক্তৃতায় রাডাকিন এমন আশঙ্কার কথা বলে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।
রাডাকিন বলেন, যুক্তরাজ্যকে অবশ্যই তাকে দেওয়া হুমকিগুলোর গুরুত্ব স্বীকার করতে হবে। রাশিয়া থেকে সরাসরি পারমাণবিক হামলার আশঙ্কা বা ন্যাটো মিত্রদের ওপর আক্রমণের আশঙ্কা কম থাকলেও হুমকিগুলোকে ছোট করে দেখা যাবে না।
তিনি আরও বলেন, রাশিয়া জানে— এমন হামলার পরিণতি হবে কঠিন। তা সেই পালটা জবাব প্রচলিত অস্ত্র দিয়েই দেওয়া হোক কিংবা পারমাণবিক অস্ত্র দিয়ে।
পশ্চিমা দেশগুলোকে এরই মধ্যে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। ইউক্রেনে যেন কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়ে রেখেছে রাশিয়া। আবার পারমাণবিক মজুত বাড়াতে পদক্ষেপ নিয়েছে চীন। অন্যদিকে ইরানের আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া ও উত্তর কোরিয়ার অপ্রত্যাশিত আচরণও এই সময়ে অস্থিতিশীল করে তুলেছে।
এর পাশাপাশি সাইবার হামলা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও পশ্চিমা দেশগুলোকে অস্থিতিশীল করার জন্য চালানো নানা ধরনের অপপ্রচারও রয়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যেও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন ও ইরানের সরবরাহ করা ড্রোন দিয়ে মস্কোর হামলা চালানোকে সবচেয়ে অপ্রত্যাশিত বলে মনে করছেন রাডাকিন।
তিনি বলেন, উত্তর কোরিয়ার সেনাদের রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেন সীমান্তে মোতায়েন করা ছিল বছরের সবচেয়ে বিরল ঘটনা। ভবিষ্যতে এমন আরও সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে।
রাডাকিন তার বক্তৃতায় ব্রিটিশ সামরিক বাহিনীর সংস্কারের পক্ষে কথা বলেন। পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে যুক্তরাজ্য যেন সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকে, সে কথা বলেন তিনি।
সারাবাংলা/টিআর
অ্যাডমিরাল টনি রাডাকিন পারমাণবিক যুগ পারমাণবিক যুদ্ধ ব্রিটিশ সশস্ত্র বাহিনী