ফিফা ক্লাব বিশ্বকাপ
২০২৫ ক্লাব বিশ্বকাপে কে কোন গ্রুপে
৬ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৫ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৩:১৭
আগামী বছর নতুন ফরম্যাটে হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ৩২ দলের সেই বিশ্বকাপকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেল টুর্নামেন্টের ড্র। বিশ্বের সব মহাদেশের সেরা ক্লাবগুলোর কে কোন গ্রুপে ঠাই পেয়েছে, চলুন দেখে নেওয়া যাক সেটাই।
ইতিহাসে প্রথমবারের মতো এত বড় ফরম্যাটে আয়োজন করা হচ্ছে ক্লাব বিশ্বকাপ। ৬ মহাদেশের ক্লাব ফুটবলের সেরা দলগুলোকে নিয়েই আগামী বছর যুক্তরাষ্ট্রে মাঠে গড়াবে ক্লাব বিশ্বকাপ। মায়ামিতে অনুষ্ঠিত ড্রয়ের বেশ আগেই নির্ধারিত হয়েছিল কোন ৩২ দল অংশ নেবে এবারের টুর্নামেন্টে। আসন্ন ক্লাব বিশ্বকাপে খেলতে পারছে না ইউরোপের দুই পরাশক্তি বার্সেলোনা ও লিভারপুল।
জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে একে একে ক্লাবগুলো জায়গা করে নেয় বিভিন্ন গ্রুপে। স্বাগতিক দেশের ক্লাব লিওনেল মেসির ইন্টার মায়ামি আছে গ্রুপ এতেই। আগামী বছরের ১৫ জুন শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে ১৩ জুলাই পর্যন্ত। দেখে নিন কোন ক্লাব কোন গ্রুপে খেলবে।
গ্রুপ এ- পালমেইরাস, পোর্তো, আল আহাই, ইন্টার মায়ামি।
গ্রুপ বি- পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটেল সাউন্ডারস।
গ্রুপ সি– বায়ার্ন মিউনিখ, বোকা জুনিয়র্স, অকল্যান্ড সিটি, বেনফিকা।
গ্রুপ ডি– ফ্লেমেঙ্গো, তুনিস, চেলসি, ক্লাব লিও।
গ্রুপ ই– রিভার প্লেট, রেড ডায়মন্ডস, মন্টেরি, ইন্টার মিলান।
গ্রুপ এফ– ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সানডাউনস।
গ্রুপ জি– ম্যানচেস্টার সিটি, ওয়দাদ এসি, আল আইন, জুভেন্টাস।
গ্রুপ এইচ– রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালবার্গ।
সারাবাংলা/এফএম