Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৪ ১১:৩২ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৮

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাকিস্তানের একটি বিশেষ আদালত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাকিস্তানের একটি বিশেষ আদালত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মামলার শুনানি করেন এফআইএর বিশেষ আদালতের বিশেষ বিচারক শাহরুখ আরজুমান্দ। সোমবার পর্যন্ত মামলার শুনানি মুলতবি করা হয়েছে।

পাকিস্তানের একটি গণমাধ্যম জানিয়েছে, নতুন তোষাখানা (রাষ্ট্রীয় উপহার বেচাকেনা) মামলায় টানা ১০ দিন আদালতের শুনানিতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি হয়েছে।

ইমরান ও বুশারর বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। এতে দুইজনের বিরুদ্ধে বিদেশি উপহার হিসেবে পাওয়া দামি গয়না তোষাখানায় জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ইমরান খানকে তোষাখানা মামলায় গত মাসে ইসলামাবাদ হাইকোর্ট জামিন দেয়। তবে তার বিরুদ্ধে অন্য মামলা থাকায় সরকার তাকে মুক্তি দেয়নি।

এদিকে, গত ১৩ জুলাই ইদ্দত মামলায় খালাস পাওয়ার পর একইদিনে তোষাখানা মামলায় গ্রেপ্তার করা হয় ইমরান ও বুশরাকে।

গত অক্টোবরে ইসলামাবাদ হাইকোর্ট থেকে তোষাখানা মামলায় জামিন পান বুশরা। এর মাধ্যমে তিনি জেল থেকে ছাড়া পান। এখন গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর জেল মুক্তির দুই মাসের মধ্যেই আবার গ্রেফতার হতে পারেন বুশরা।

ওদিকে, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান তোষাখানা মামলায় জামিন পাননি। আলাদা একটি তোষাখানা মামলায় গত বছর ৫ আগস্ট গ্রেফতার হওয়ার পর থেকে তিনি এখনও জেলে বন্দি।

সারাবাংলা/এসডব্লিউ

গ্রেফতারি পরোয়ানা জারি পাক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান বুশরা বিবি

বিজ্ঞাপন

নরসিংদী মুক্ত দিবস আজ
১২ ডিসেম্বর ২০২৪ ১১:২৮

আরো

সম্পর্কিত খবর