বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ নিহত ৪, আহত ২০
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ১১:৩৩ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৮
৬ ডিসেম্বর ২০২৪ ১১:৩৩ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৮
দিনাজপুর: দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় যদুর মোড়ে যাত্রীবাহী বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের চালকসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও দশমাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল গফুর মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার (৬ ডিসেম্বর) আনুমানিক সকালে সাড়ে ৮ দিকে বীরগঞ্জ উপজেলা যদুর মোড়ে ধান বোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে ট্রাক ও বাসের চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। আমাদের উদ্ধার কাজ চলছে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
সারাবাংলা/এনজে