ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে ১ চালকের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ১৪:১২
৬ ডিসেম্বর ২০২৪ ১৪:১২
নাটোর: জেলায় আখ বহনকরী ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক শাকিল প্রামানিক (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর – রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল প্রামানিক নাটোর সদরের চক আমহাটি এলাকার ফিরোজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নাটোর সুগার মিলের একটি আখ বহনকারী ট্রলি নাটোর সুগার মিলের দিকে আসছিল। এ সময় নাটোরের দিক থেকে রাজশাহী থেকে যাচ্ছিলেন শাকিল প্রামানিক নামের ওই মোটরসাইকেল আরোহী।
বেলা সাড়ে ১১টার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী শাকিল প্রামানিক।
এই ঘটনায় মোটরসাইকেলের অপর ২ আরোহী আহত হয়েছেন।
সারাবাংলা/এসডব্লিউ