Friday 27 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেউ আপনাদের সাথে নেই— ভারতের উদ্দেশে রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ১৫:০৯ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৬:২৬

ঢাকা: ভারতের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আপনারা ভারতকে যেভাবে বিভাজন করছেন, সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে, কট্টর হিন্দুত্ববাদীদের উসকে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম করতে।

‘‘আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই, ভুটান আপনাদের সাথে নেই, শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই, মালদ্বীপ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই-ই, বাংলাদেশও আপনাদের সাথে নেই। শুধুমাত্র আপনাদের অহংকার এবং শোষণের মনোভাবের কারণে কেউ আপনাদের সাথে নেই’’— বলেন রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন দাবি করেন।

রিজভী বলেন, ‘আমরা একটি স্বয়ংসম্পূর্ণ জাতি। এই জাতি স্বাধীনতা অর্জন করেছে ৩০ লাখ মানুষের আত্মদানের মধ্য দিয়ে, ২ লাখ নারীর সম্ভ্রমহানির মধ্য দিয়ে। ১৮ কোটি মানুষের এই দেশকে আপনারা চোখ রাঙিয়ে, ভয় দেখিয়ে দাবিয়ে রাখতে পারবেন?’’

ভারতের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা মনে করছেন পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে না। রসুন-আদা-সয়াবিন তেল বন্ধ করে দিলে আমরা এগুলো আর রান্নায় ব্যবহার করতে পারব না— এটা তো আপনাদের দুঃস্বপ্ন। আপনারা পাঁচ ছয় বছর ধরে গরু রফতানি বন্ধ করে দিয়েছেন, বাংলাদেশের মানুষ গ্রামের বাড়িতে গরুর খামার, ছাগলের খামার গড়ে তুলে এক কোরবানি ঈদেই এক কোটি ২০ লাখ গবাদি পশু জবাই করে।’’

বিজ্ঞাপন

‘’আপনারা ভুলে যাবেন না বাংলাদেশের মানুষ অত্যন্ত শ্রমপ্রিয়,কষ্টপ্রিয়। পেঁয়াজ-রসুন-আদা তারা নিজেরাই উৎপাদন করতে জানে। আপনারা মনে করেন শুধু একটি দেশই আছে পৃথিবীতে। আর কি দেশ নেই পৃথিবীতে, যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারব, রসুন-তেল আমদানি করতে পারব। সেসব দেশ কি নেই? আপনারা মনে করেছেন এগুলো বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে। অবস্থা কাহিল হয়েছে আপনাদের। আপনাদের নিউমার্কেটের কোনো দোকান এখন চলে না, আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম’’- বলেন রিজভী।

তিনি বলেন, ‘‘বাংলাদেশের মানুষ কলকাতায় গিয়ে ডলার খরচ করে কেনাকাটা করে, চিকিৎসা করতে যায় হাসপাতালে। এসব আপনারা বন্ধ করে দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে? বাংলাদেশের মানুষ আনন্দিত। প্রয়োজন হলে থাইল্যান্ড যাবে, মালয়েশিয়া যাবে, ইন্দোনেশিয়া যাবে কিংবা অন্য দেশে যাবে। আপনাদের মতো হিংসাদ্রোহীদের দেশে মানুষ যেতে চায় না।’’

বিএনপির সহ-সম্পাদক অমলেন্দু দাস অপু, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির, ছাত্রদল নেতা তৌহিদ আওয়াল, রাজু আহমেদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/আরএস

বিএনপি রিজভী ভারতীয় পণ্য বর্জন

বিজ্ঞাপন

ফায়ার ফাইটার নয়নের দাফন সম্পন্ন
২৭ ডিসেম্বর ২০২৪ ০২:৩৫

আরো

সম্পর্কিত খবর