Friday 06 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৬ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৫

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিতে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। গ্রুপ পর্বে দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানকে পাত্তাই দিলেন না বাংলাদেশের যুবারা। হাসান ইমনের বোলিং তোপে পাকিস্তানকে মাত্র ১১৬ রানেই গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। এরপর আজিজুল হাকিম তামিমের হাফ সেঞ্চুরিতে ৭  উইকেটের জয় নিয়েই ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

দুবাইতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম। বোলিংয়ে নেমে প্রথম ওভারেই আঘাত হানেন মারুফ মৃধা। উসমান খানকে শূন্য রানে ফিরিয়ে দারুণ সূচনা এনে দেন তিনি। সেই শুরু। এরপর পুরো ইনিংসে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। মৃধার সাথে যুক্ত হয়েছেন ইকবাল হাসান ইমনও। ৪ উইকেট নিয়ে একাই তিনি ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের মিডল অর্ডার।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কখনোই থিতু হতে পারেনি পাকিস্তানের ব্যাটিং। এক প্রান্ত আগলে রেখে লড়াইটা চালিয়ে গেছেন শুধু ফারহান ইউসুফ। ৩৪ রান করে তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। ৩৭ ওভারের মাথায় মাত্র ১১৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ২৪ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার ইমন। ২৩ রানে ২ উইকেট নিয়েছেন মৃধা।

অল্প রানের পুঁজি নিয়ে বোলিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি পাকিস্তান। ২৮ রানের মাঝে ২ উইকেট হারালেও তামিম-জেমসের জুটি বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে গেছে অনায়াসেই। ৫৭ রানের এই জুটিই পাকিস্তানের জয়ের আশা শেষ করে দিয়েছে।

২৬ রানে জেমস ফিরলেও অপরাজিত থেকেই জয় ছিনিয়ে এনেছেন তামিম। ৭ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৬১ রানের আগ্রাসী এক ইনিংস খেলে দলকে ফাইনালে নিয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক। ২৮ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে বাংলাদেশ।

অন্য সেমিফাইনালে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ৮ ডিসেম্বরের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

সারাবাংলা/এফএম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ পাকিস্তান বাংলাদেশ

বিজ্ঞাপন

বিষণ্ন মেঘের নিচে কালো রাস্তা
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৩

আরো

সম্পর্কিত খবর