Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ১৬:২৯ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৮:০৪

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ভোলা: জেলায় মালবাহী ট্রাকের চাপায় মো. ইমন (১৬) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ভোলা পরানগঞ্জ এলাকার ভোলা-বরিশাল সড়কের বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহমাদার গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা ও নিহতের স্বজনরা জানান, ইমন সকাল ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পরে মোটরাসইকেল করে পরানগঞ্জ বাজার থেকে একটু সামনে ভোলা-বরিশাল সড়কের বিশ্বরোড এলাকায় আসলে দ্রুতগামী মাহিদ্রকে সাইট দিতে গিয়ে একটি মালবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে ট্রাকটি আটকে রেখে পুলিশকে খবর দেন।

ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবার থেকে এখনও লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাবাংলা/এইচআই

ভোলা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর