Friday 06 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটির দিনেও বিশ্বে বায়ু দূষণের শীর্ষে ঢাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ১৭:২৪ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৯:১৯

ঢাকার বায়ু দুষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সরকারি সব প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ বন্ধ থাকে। তবে এমন দিনেও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ঢাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন শহর।

শুক্রবার (৬ ডিসেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুসারে, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার স্কোর ছিল ২৪৮। এ মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞাপন

তালিকায় দূষণের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া, চীনের সাংহাই পাঁচ ও ভারতের কলকাতা রয়েছে ছয় নম্বরে।

সাধারণত একিউআই স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন। বায়ুদূষণজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে জর্জরিত ঢাকা। সাধারণত শীতকালে বেশি অস্বাস্থ্যকর হয়ে ওঠে ঢাকার বাতাস, কিছুটা উন্নত হয় বর্ষাকালে।

উল্লেখ্য, বিশ্বের ১২৬টি দেশের মধ্যে সবচেয়ে কম দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট, যার স্কোর ১৪। এরপরের অবস্থানে রয়েছে কানাডার মন্ট্রিওল ও নরওয়ের অসলো শহর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/আরএস/পিটিএম

পরিবেশ বায়ু দূষণ রাজধানী

বিজ্ঞাপন

পালটে গেছে তাদের জীবন
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৫

মুক্তিযুদ্ধে ফেনীর অবদান
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৩

ছাত্র মৈত্রীর গৌরবের ৪৪ বছর
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭

আরো

সম্পর্কিত খবর