বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন উপদেষ্টা এম সাখাওয়াত
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:১২ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৯:৩১
বেনাপোল: যশোরের বেনাপোল স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে তিনি স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন।
পরে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এবং ইমিগ্রেশন পরিদর্শন করেন উপদেষ্টা। সেখানে দুই দেশের যাত্রী যাতায়াতের খোঁজখবর নেন।
স্থলবন্দরে যাত্রী চলাচল কম হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভারত সরকার ভিসা না দেওয়ায় যাত্রী যাতায়াত কম হচ্ছে। ভিসা না দেওয়ায় আমাদের চেয়ে ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমাদের দেশের অনেক রোগী সে দেশে চিকিৎসা নিয়ে থাকেন, তাদের একটু ক্ষতি হচ্ছে।’
এ সময় বেনাপোল চেকপোস্ট পরিবহন ব্যবসায়ীরা উপদেষ্টার কাছে পুরাতন বাস টার্মিনাল চালুর দাবি জানালে তিনি ১৯টি পরিবহনের কার্যক্রম চালানোর আশ্বাস দেন। পরে স্থলবন্দরের সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে যান উপদেষ্টা। এ সময় আব্দুল্লাহর মা-বাবা ও পরিবারের খোঁজখবর নেন, শহিদ আব্দুল্লাহর কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, বিজিবি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার এ এচ এমন শরিফুল ইসলাম, ৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজীব হাসান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসিন, বেনাপোল বন্দর পরিচালক মামুন কবীর ও ইমিগ্রেশনের ওসি মো. ইব্রাহিম হোসেন।
সারাবাংলা/এসআর