অ্যাডিলেড টেস্ট
স্টার্ক ঝড়ে লণ্ডভণ্ড ভারত, চালকের আসনে অস্ট্রেলিয়া
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৫ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৯:২৬
পার্থে ছিলেন নিজের ছায়া হয়ে। ‘বল ধীরে হচ্ছে’, তরুণ জসওয়ালের কাছে এমন স্লেজিংয়ের শিকারও হয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক! অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টেই স্টার্ক ফিরলেন তার চিরচেনা বিধ্বংসী রূপে। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে স্টার্কের ক্যারিয়ারে সেরা বোলিং স্পেলেই ভারত গুটিয়ে গেছে ১৮০ রানে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনশেষে এক উইকেট হারিয়ে ৮৬ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ এখন অজিদের হাতেই।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের প্রথম বলেই জসওয়ালকে ফেরান স্টার্ক। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন আগের ম্যাচে সেঞ্চুরি করা জসওয়াল। দ্বিতীয় উইকেটে অজি বোলারদের বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিলেন লোকেশ রাহুল-শুভমান গিল।
তবে চা বিরতির আগের ২০ মিনিটে পালটে যায় ম্যাচের গতিপথ। ১২ রানের মাঝেই ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ভারত। রাহুল-কোহলিকে ফেরান স্টার্ক, গিল ফিরেছেন বোল্যান্ডের আঘাতে। ভারতের ইনিংসে এরপর শুধু দাঁড়াতে পেরেছেন নিতিশ রেডি। ৩ চার ৩ ছক্কায় সাজানো রেডির আগ্রাসী ইনিংসের সুবাদেই দলের স্কোর ১৫০ রান পেরোয়। শেষ পর্যন্ত আর ২০০ রানের গণ্ডি পেরোতে পারেনি ভারত।
ভারতের বিপক্ষে প্রথম ফাইফার তুলে নিয়ে স্টার্ক তুলে নিয়েছেন ক্যারিয়ার সেরা ফিগার। স্টার্কের ৪৮ রানে ৬ উইকেট নেওয়ায় ভারত গুটিয়ে গেছে মাত্র ১৮০ রানেই।
ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি। বুমরাহর বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উসমান খাজা। এরপর দিনের বাকি সময়টা দারুণভাবেই পার করে দিয়েছেন ম্যাকসোয়েনি ও লাবুশেন। এই দুই ব্যাটারের ৬২ রানের জুটিই ভারতকে আর সাফল্য পেতে দেয়নি।
ম্যাকসোয়েনি অপরাজিত আছেন ৩৮ রানে, লাবুশেন করেছেন ২০ রান। প্রথম ইনিংসে ভারতের চেয়ে অজিরা পিছিয়ে আছে ৯৪ রানে।
সারাবাংলা/এফএম