Tuesday 10 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএফের গুলিতে সীমান্তে হত্যা, প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ২৩:৩২

বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। ছবি: সারাবাংলা

ঢাবি: ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশের পঞ্চগড়ে নাগরিক হত্যা ও ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে পরিকল্পিত গুজব প্রচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

এসময়, ‘সীমান্তে হত্যা কেন, ভারত তুই জবাব দে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগান দেওয়া হয় সমাবেশে।

সমাবেশে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার সদস্য জালাল আহমেদ বলেন, ‘বাংলাদেশকে অস্তিতিশীল করতে চাইলে ভারতকে গলা চেপে ধরা হবে।’

তিনি আরও বলেন, ‘২০১০ সালে ফেলানি হত্যা হয়েছে। সেদিন কবিতা লিখেছিলাম। এরপর থেকে প্রতিদিন শত শত লাশ। আমরা আর লাশ দেখতে চায় না। এখন থেকে বিএসএফের এমন আচরণে সরকার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘ভারত সবসময় আমাদের সাথে প্রভুর মত আচরণ করে। তারা মনে করেছে আওয়ামী লীগের আমলে যেমন দাস বানিয়ে রেখেছে এ সরকারও তা মেনে নেবে। এ সরকার তা কখনো মেনে নেবে না।’

তিনি বলেন, ‘সরকারের কাছে দাবি জানায়, ভারতকে ২০২৩ সালে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের যে সুযোগ দেওয়া হয়েছে তা যেন ফিরিয়ে নেয়। তাদের এ প্রভুত্ববাদী চিন্তাধারায় তারা এ সুযোগ পাওয়ার যোগ্য না।’

সমাবেশে বক্তব্য দেন ছাত্রনেতা ইমরান আল নাজির, ঢাকা কলেজের শিক্ষার্থী ইয়াছিন অরাফাত, সাবেক ছাত্রনেতা শামীম রেজা প্রমুখ।

সারাবাংলা/এআইএন/এইচআই

ঢা‌বি ঢাবিতে বিক্ষোভ পঞ্চগড়ে সীমান্তে হত্যা

বিজ্ঞাপন

যে রুটে ঢাকা-আখাউড়া লংমার্চ
১০ ডিসেম্বর ২০২৪ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর