Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় শরণার্থী শিবির-হাসপাতালে হামলা, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৮ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৪:২০

গাজায় একটি শরণার্থী শিবির ও হাসপাতালে ইসরাইলি হামলায় অন্তত আরও ৫০ জন নিহত হয়েছেন

গাজায় একটি শরণার্থী শিবির ও হাসপাতালে ইসরাইলি হামলায় অন্তত আরও ৫০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন শিশু এবং ৫ জন নারী রয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবির এবং উত্তর গাজার বেইত লাহিয়ায় অবস্থিত এক ইন্দোনেশিয়ান হাসপাতালে এই সহিংস হামলা চালায় ইসরাইল।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলি ট্যাঙ্ক এবং ড্রোন দিয়ে কামাল আদওয়ানের চারপাশে হামলা চালানো হচ্ছে। হাসপাতালের ভেতরে বা এর কাছাকাছি যে কোনো চলন্ত বস্তু দেখলেই গুলি ছুড়ছে তারা।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইলের এই নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

বিজ্ঞাপন

জাতিসংঘের তথ্য মতে, ইসরাইলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছেন।

সারাবাংলা/এসডব্লিউ