মেজর সকার লিগ
‘সবচেয়ে দামি ফুটবলারের’ খেতাব জিতে মেসির রেকর্ড
৭ ডিসেম্বর ২০২৪ ১০:৫৭ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৩:০৬
নিজের ক্যারিয়ারে তিনি জিতেছেন বহু পুরস্কার। লিওনেল মেসির মুকুটে যোগ হলো আরেকটি সাফল্যের পালক। মেজর সকার লিগের এবারের মৌসুমের ‘সবচেয়ে দামি ফুটবলারের’ খেতাব জিতেছেন মেসি। ইন্টার মায়ামির হয়ে প্রথম ফুটবলার হিসেবে এই খেতাব জিতে নতুন রেকর্ড গড়লেন তিনি।
এবারের মৌসুমটা দারুণ কেটেছে মেসির। ইনজুরির কারণে অনেক ম্যাচেই অবশ্য মাঠে নামতে পারেননি তিনি। ৩৭ বছর বয়সী মেসি মায়ামির হয়ে খেলেছেন ১৯ ম্যাচে। সেই ১৯ ম্যাচেই নিজের জাদুকরি পারফরম্যান্সে করেছেন ২০ গোল, অ্যাসিস্ট ছিল ১৬টি। সব মিলিয়ে এই মৌসুমে মেসি মাঠে ছিলেন ১৪৮৫ মিনিট।
মেজর সকার লিগে মেসির দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই রেকর্ড পয়েন্ট অর্জন করে মায়ামি, জিতেছে সাপোর্টার শিল্ডের ট্রফিও। এই মৌসুমে ৬ বার সপ্তাহের সেরা ও দুইবার মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন মেসি।
মৌসুমজুড়ে দারুণ পারফর্ম করার সুবাদে সবচেয়ে দামি ফুটবলারের খেতাবটা অনুমেয়ভাবেই উঠেছে মেসির হাতে। ভোটে মেসি হারিয়েছেন কলম্বিয়ার হার্নান্দেজ ও ব্রাজিলের এভান্ডারকে।
মেজর সকার লিগে ১০ম লাতিন আমেরিকান ফুটবলার হিসেবে এই খেতাব জিতলেন মেসি। ৫ম আর্জেন্টাইন হিসেবে মেসির হাতে উঠল সবচেয়ে দামি ফুটবলারের খেতাব।
সারাবাংলা/এফএম