দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
৭ ডিসেম্বর ২০২৪ ১৭:২৪ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৯:২৬
দিনাজপুর: জেলার খানসামা উপজেলায় ট্রাকের চাকায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার সুপার মার্কেটের সামনে খানসামা-টেক্সটাইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম সুশিল পাল(৪২)। তিনি পাশ্ববর্তী বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটেরহাট বড়হাট গ্রামের হেলপা পালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সুশিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাথে থাকা আরও দুজন মোটরসাইকেল আরহী আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত কার্যক্রম চলছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই নিয়মিত মামলা রুজু করা হবে।’
সারাবাংলা/এইচআই