ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
৭ ডিসেম্বর ২০২৪ ১৭:২৩ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৯:২৬
১২০ বলে ১৩৫ রান; সহজ এই সমীকরণটাও মেলাতে পারল না বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রান তাড়ায় নেমে শেষ পাঁচ উইকেট হারিয়েছে মাত্র সাত রানের মধ্যে। ৮৭ রানে অলআউট হয়ে দ্বিতীয় ম্যাচে হেরেছে ৪৭ রানে। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর ওরলা প্রেন্ডারগাস্টের অলরাউন্ড পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতল আইরিশরা।
রান তাড়ায় নেমে আজ ব্যর্থ বাংলাদেশের দুই ওপেনারই। দ্বিতীয় ওভারে ওরলা প্রেন্ডারগাস্টের বলে বোল্ড হন সোবহানা মোস্তারি। আগের ম্যাচে চারবা্র জীবন পাওয়া দিলারা আক্তারও আজ ব্যর্থ। প্রেন্ডারগাস্টের দ্বিতীয় শিকার তিনি। তিনে নেমে মাত্র ছয় রান তুলে বোল্ড হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
ব্যাটিং অর্ডারে আজ প্রোমোশন পাওয়া শারমিন সুপ্তা চেষ্টা করেছিলেন স্বর্ণাকে নিয়ে দলকে ম্যাচে ফেরাতে। তাজ নেহার অ্যালেনা ডালজেলের হাতে ফিরতি ক্যাচ দিয়ে আউট হলে উইকেটে আসেন স্বর্ণা। দুজনের ৪৮ রানের জুটিতে যৎসামান্য যা লড়াই। লরা ডিলানির বলে স্বর্ণা ফিরলে অন্য প্রান্তে শুরু হয় আসা-যাওয়ার মিছিল। দলীয় ৮০ রানে ফাহিম ফেরার পর যেন মড়ক লাগে ব্যাটিং অর্ডারে। সাত রানের ব্যবধানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ ৩৮ রান করেন সুপ্তা। তিন উইকেট নেন প্রেন্ডারগাস্ট। লরা ডিলানি-আর্লেন কেলি নেন দুটি করে উইকেট।
টস জিতে ব্যাট করতে নেমে অ্যামি হান্টার-গ্যাবি লুইসের ওপেনিং জুটিতে আয়ারল্যান্ড তুলে ৩৪ রান। অধিনায়ক লুইসকে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদা আক্তার। আরেক ওপেনার হান্টারকে এলবিডব্লিউ করে দ্বিতীয় উইকেট জুটি বড় হতে দেননি জান্নাতুল ফেরদৌস সুমনা।
নাহিদার দ্বিতীয় শিকার হওয়ার আগে ওরলা প্রেন্ডারগাস্ট চেষ্টা করেছিলেন বড় ইনিংস খেলে দলীয় রান বাড়ানোর। কিন্তু তিন চার ও এক ছক্কায় ২৫ বলে ৩২ রান করে ফিরে যান এই ডানহাতি ব্যাটার। প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাট করা লিয়াহ পল আজ ইনিংস বড় করতে পারেননি। জাহানারার বলে তাজ নেহারের হাতে ক্যাচ দিয়ে ১৯ রানে ফেরেন তিনি।
শেষদিকে লরা ডিলানি চেষ্টা করেছিলেন দলীয় সংগ্রহ দেড়শো পেরিয়ে নিতে। তবে দলীয় সর্বোচ্চ ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলে বোল্ড হন এই ডানহাতি। নাহিদ দুটি, জাহানারা-জান্নাতুল-ফাহিমা নেন একটি করে উইকেট।
সারাবাংলা/জেটি