এসি লাগানোর সময় ভবন থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ১৮:০০ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৮:০১
৭ ডিসেম্বর ২০২৪ ১৮:০০ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৮:০১
ঢাকা: ঢাকার কামরাঙ্গীরচরে একটি মার্কেটের চারতলায় এসির কাজ করার সময় পড়ে ইউসুফ (১৬) নামে ইলেকট্রিশিয়ান সহকারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৭ডিসেম্বর) বিকেলে কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকায় ঘটনাটি ঘটে। ইউসুফ শরিয়তপুর জেলার বাসিন্দা। তিনি কামরাঙ্গীরচর টেকেরহাট এলাকায় থাকতেন।
ইউসুফের সহকর্মী মো. রুবেল জানান, তারা ওই মার্কেটের চারতলা ভবনে এসি স্থাপন করছিলেন। এসময় অসাবধানবশত ইউসুফ উপর থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসআর