Saturday 07 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় সিপিবি’র পতাকা মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ১৯:০৬

সিপিবি’র পতাকা মিছিল। ছবি: সারবাংলা।

বগুড়া: বগুড়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পতাকা মিছিল হয়েছে। মিছিল শহর প্রদক্ষিণ করে ফুলবাড়ি গণকবরের স্মৃতিফলকে ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা জানানো হয়।

শনিবার (৭ ডিসেম্বর) সিপিবি বগুড়া জেলা কমিটি এ আয়োজন করে। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে ও সাজেদুর রহমান ঝিলাম’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আমিনুল ফরিদ, সিপিবি নেতা মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, শ্রীকান্ত মাহাতো, শাহনেওয়াজ কবির খান পাপ্পু, ফারহানা আক্তার শাপলা, সাইদুর রহমান পারভেজ, শুভ শংকর গুহ রায়, শামিম মোল্লা ও বায়োজিদ রহমান।

প্রসঙ্গত, বিজয়ের মাস ডিসেম্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় পতাকা মিছিল ও শহিদদের শ্রদ্ধা নিবেদন করা হয়।

সারাবাংলা/এসআর

পতাকা মিছিল বগুড়া সিপিবি

বিজ্ঞাপন

বগুড়ায় সিপিবি’র পতাকা মিছিল
৭ ডিসেম্বর ২০২৪ ১৯:০৬

আরো

সম্পর্কিত খবর