Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাডিলেড টেস্ট
হেড-সিরাজ তুমুল তর্কের সূত্রপাত যেখানে

স্পোর্টস ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৪ ২১:১০ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ২১:১৬

উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে হেড-সিরাজের মাঝে

সিরিজ শুরুর আগে দুই দলের ক্রিকেটারদের মাঝে উত্তাপ ছড়ানো নিয়ে নানা আলোচনা হয়েছিল। পার্থে প্রথম টেস্টে সেরকম কিছুই দেখা যায়নি। অ্যাডিলেডে অবশেষে দেখা মিলল বোর্ডার-গাভাস্কার ট্রফির সেই চিরচেনা উত্তাপ। ট্রাভিস হেডের সাথে মোহাম্মদ সিরাজের তর্ক জমিয়ে তুলেছে কথার লড়াই। দিনের খেলা শেষে চালকের আসনে থাকা অস্ট্রেলিয়ার ওপেনার হেড বলছেন, আগ বাড়িয়ে ঝগড়া করতে এসেছিলেন সিরাজ।

দুর্দান্ত এক সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে বড় লিড এনে দিয়েছিলেন হেড। ১৭ চার ও ৪ ছক্কায় ১৪১ বলে ১৪০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলার পথে ভারতীয় বোলারদের নাকানি চুবানি খাইয়েছেন তিনি। শেষ পর্যন্ত সিরাজের বলে বোল্ড হয়েই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। আউট হওয়ার পর ফেরার পথে সিরাজের সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়েছে হেডের। কিন্তু কি নিয়ে সেই তর্ক? সেটাই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বিজ্ঞাপন

দিনের খেলা শেষে হেড নিজেই জানিয়েছেন, সিরাজ আগ বাড়িয়ে তার সাথে তর্ক করতে এসেছেন, ‘আমি তো তাকে মজা করে বলেছিলাম ‘ভালো বল করেছ!’  সেই এগিয়ে এসে আমাকে হাত নাড়িয়ে চলে যাওয়ার জন্য বলে। এরপরেই আসলে তর্কটা শুরু। আমি এসবে বেশি মনোযোগ দিতে চাইনি। আমি তার আচরণে কিছুটা অবাকই হয়েছি। এটা একটু বাড়াবাড়িই হয়েছে। এজন্যই আমি কিছুটা হতাশ ছিলাম। আমরা এরকম কিছু করি না। আমার সতীর্থরাও এরকমই।’

সিরাজের সাথে বাজে ধরনের তর্ক হলেও দুই দলের মাঝে সম্পর্কে কোনো ব্যঘাত ঘটবে না বলেই বিশ্বাস হেডের, ‘আমার মনে হয় দুই দলের মাঝে দারুণ একটা সম্পর্ক আছে। এজন্যই হয়তো কিছু আচরণে আমি হতাশ হয়েছি। তবে এসব ভুলে এগিয়ে যেতে হবে। এজন্যই তো আমরা খেলাটা খেলি, উপভোগ করার জন্য। আমরা ফিল্ডিংয়ে নেমে মজা করি, কথা বলি। এটাকে মজা পর্যন্তই থাকতে দেওয়া উচিত। আমরাও কঠিন প্রতিদ্বন্দ্বিতা করি, কিন্তু একই সাথে হাসিমুখও বজায় রাখি।’

বিজ্ঞাপন

হেডের সাথে তর্ক নিয়ে অবশ্য এখনো মুখ খোলেননি সিরাজ। হেড-সিরাজের এই কথার লড়াই নতুনভাবে উত্তাপ তৈরি করল চলমান সিরিজে।

সারাবাংলা/এফএম

অ্যাডিলেড টেস্ট ট্রাভিস হেড মোহাম্মদ সিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর