Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি

লোকাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ২০:৩৮

বেনাপোল: ভারতে দেড় থেকে সাত বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন নয়জন বাংলাদেশি যুবক। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা।

তারা হলেন মো. সুজন ফকির, মো. আব্দুল মোনাব, মো. রেদোয়ান, মো. নুর আলম, তাজির ইসলাম, শাহজাহান গাজী, মো. খাইরুল ইসলাম, মো. সামাদ মিয়া, মো. শাহাদত হোসেন। তারা যশোর, নড়াইল, সুনামগঞ্জ, খুলনা, চাঁদপুর ও কক্সবাজার জেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বলেন, ‘দেশে ফেরা যুবকরা কাজের সন্ধানে ভারতের বিভিন্ন এলাকায় যায়। সেখানে কৃষি শ্রমিকসহ বিভিন্ন কাজ করার সময় ভারতের পুলিশের হাতে আটক হয় তারা। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়।’

বিজ্ঞাপন

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, ইমিগ্রেশন পুলিশ ৯ বাংলাদেশি যুবককে থানায় হস্তান্তর করেছে। থানা থেকে নিজ জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

খলনায়িকা কারিনা!
১ জানুয়ারি ২০২৬ ১৯:২৬

নতুন বছরের ‘প্রপোজ’?
১ জানুয়ারি ২০২৬ ১৯:০৪

আরো